রশীদ আহমদ
নিউইয়র্ক
নিউইয়র্কের ওজনপার্কের আল ফুরকান মসজিদের সাবেক ইমাম ও খতীব শহীদ মাওলানা আলাউদ্দীন আখুঞ্জী ও তারা উদ্দীনের পরিবারকে ‘ইউনাইটেড ইমাম উলামা কাউন্সিল’ ইউএসএ ইনক-এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২৩ নভেম্বর বুধবার বাদ মাগরিব ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল ইউএসএ এর পক্ষ থেকে দুই শহীদ পরিবারের বাসায় গিয়ে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আল ফুরকান মসজিদ ও আল আমান মসজিদ কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
আর্থিক অনুদানের অর্থ নিউইয়র্কের ৩২টি মসজিদ থেকে অক্লান্ত পরিশ্রমে সংগ্রহ করেন ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল এর নেতৃবৃন্দ।
অনুদান প্রদানের পর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যা পরিচালনা করেন সংগঠন চেয়ারম্যান মাওলানা রফিক আহমদ রেফাহী ও সেক্রেটারী জেনারেল মাওলানা শাব্বীর আহমদ।
অনুষ্ঠানে দো'য়া পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মুকীত ও মাওলানা আজির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন মাওলানা শাইখ আসআদ আহমদ, মাওলানা আতাউর রহমান, সংগঠনের ফাইনেন্স সেক্রেটারী মাওলানা আবুল কাসেম ইয়াহইয়া, সহকারী ফাইনেন্স মাওলানা মাসুক আহমদ, মিডিয়া সেক্রেটারী মাওলানা রশীদ আহমদ, আবদুল হালিম, আই টিভির কর্ণধার মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, আল ফুরকান মসজিদের উপদেষ্টা জনাব ছমির উদ্দীন, সেক্রেটারী জনাব আলাউর প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে শহীদ পরিবার ও মিয়ানমারের নির্যাতিত মুসলমানের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
আরআর