আবু সাঈদ যোবায়ের
বহু ধর্ম ও বর্ণের একত্র বসবাস আমাদের দেশীয় ঐতিহ্য। ভিন্নধর্মাবলম্বীদের সাথে ব্যবসা বাণিজ্যসহ নানা ধরনের সামাজিক কার্যকলাপে আমরা মিশে থাকি। আমাদের মসজিদেও কি বিধর্মীরা আসতে পারবে?
এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। ইসলামি শরিয়ার দৃষ্টিতে দীনি উদ্দেশ্যে কোন হিন্দু বা বিধর্মীকে মসজিদে নিয়ে আসা জায়েজ।
হাদিস শরিফে এসেছে, ‘রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ছাকিফ গোত্রের কাফের প্রতিনিধি দলকে মসজিদে রেখেছিলেন, যাতে তারা কুরআন শুনে দীনের দিকে ধাবিত হয়।
সুতরাং এমন দীনি স্বার্থে বিধর্মীকে মসজিদে আনা বা তারা আসতে চাইলে বাধা দেয়া উচিত নয়।
- আহকামুল কুরআন লিল জাসসাস ৩/৮৮,শরহুস সিয়ারুল কাবির ১/৯৬; বাদায়েউস সানায়ে ৪/৩০৭