মুফতী আব্দুল্লাহ বিন রফিক
প্রায়ই সালাতে কিছু কমন ভুল করি আমরা। তখন মাসআলা না জানা থাকলে বেশ খানেকটা বিব্রত বোধ হয়। কী জানি হয় নামাযের! একারণে অনেকে সালাত শুরু থেকে আরম্ভ করেন।তাই সালাতের বিধানগুলোর ব্যাপারে আমাদের আগাম কিছু ধারণা থাকা দরকার। অবশ্য এ ধরণের একটা কমন ভুলই আজকের আলোচ্য বিষয়।
নামাজের শেষ বৈঠকে যদি কেউ তাশাহুদ পরিমাণ কাল বসার পর ভুলক্রমে দাঁড়িয়ে যায়, তাহলে সুন্নাহ অনুসারে তাকে যেটা করতে হবে- সে সাথে সাথে বসে পড়বে এবং সাহু সিজদা দিয়ে যথারীতি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। যদি সে দাঁড়িয়েই সালাম ফিরিয়ে নেয় তবু তার নামাজ হয়ে যাবে। তবে যদি ওয়াক্ত অবশিষ্ট থাকে তাহলে নামাজ পুনরায় পড়ে নিতে হবে।
(রদ্দুল মুহতার, ২/৮৭, আল বাহরুর রায়িক, ২/১০৪)
এআর