আওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে সন্দীপ কুমার নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া, পুলিশের এক সাব-ইন্সপেক্টর এবং এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
আজ রোববার সকালে দু পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হলে ওই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত সাব-ইন্সপেক্টর মঞ্জুর আহমেদ এবং এক বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি সূত্রে প্রকাশ, গেরিলারা পুঞ্চের নির্মাণাধীন মিনি সচিবালয় এবং এক স্থানীয় ব্যক্তির বাড়িতে লুকিয়ে রয়েছে, সেখান থেকে তাদের পাকড়াও করার চেষ্টা চলছে। গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী স্থানীয় লোকজনদের অন্যত্র সরিয়ে দিয়ে তল্লাশি শুরু করে সেখানে ঢোকার চেষ্টা করছে। মোট কতজন গেরিলা পুলিশের ওপর হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
পুলিশ সূত্র বলছে, এক সঙ্গে কয়েকটি জায়গা থেকে গুলিবর্ষণ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে আর্মি ব্রিগেড হেড কোয়াটার। সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরই গেরিলাদের টার্গেট ছিল বলে পুলিশ মনে করছে।
গেরিলাদের ঢুকে পড়েছে এমন খবর পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু হলে গেরিলারা গুলিবর্ষণ করা শুরু করে।
সূত্র : পার্স টুডেে
এফএফ