শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

এবারও হজ করতে পারছে না মিয়ানমারের মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga2আওয়ার ইসলাম: গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার মান্য করার শ্লোগান নিয়ে ক্ষমতায় এলেও সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক ও বর্ণবাদী নীতি অব্যাহত রেখেছে মিয়ানমারের নতুন সরকার। বিগত বছরগুলোর মত এবারও হজ থেকে বঞ্চিত করেছে রোহিঙ্গা মুসলমানদের।

সরকারের পূর্বের নীতির প্রতি অটল থাকার ফলে প্রায় ১৫ লক্ষ রোহিঙ্গা মুসলমান বছরের পর বছর ধরে ইসলাম ধর্মের এ গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হচ্ছে।

১৯৮২ সালে গৃহীত এক সিদ্ধান্তের ভিত্তিতে রোহিঙ্গা মুসলমানদের বিদেশি এবং এ দেশের নাগরিক নয় বলে ঘোষণা দেয় মিয়ানমার সরকার। এ সিদ্ধান্তের ফলে রোহিঙ্গারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত এবং দেশ ব্যাপী তারা প্রবাসী হিসেবে পরিচয় পায়।

আরকান রাজ্যের বাসিন্দা মরিয়ম খাতুন (৪৫) জানিয়েছেন, আমরা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আরাকানে বসবাস করছি। আমরা মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন এবং একটি বড় কারাগারে জীবন-যাপন করছি। মিয়ানমার কর্তৃপক্ষ আমাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে। আমাদের কোন ধরনের পরিচয় পত্র প্রদান করা হয় না। ফলে আমরা হজে যেতে পারি না।

তিনি বলেন, মিয়ানমার সরকার আমাদের ব্যবসা-বাণিজ্য ও নামাযের জন্য সমবেত হওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা ঐ দিনের প্রতিক্ষায় রয়েছি যেদিন আমাদের অধিকার ফেরত দেয়া হবে এবং আমরা হজ পালন করতে পারবো।

নাঈম সিদ্দিক (৬২) বলেন, বহু বছর যাবত প্রতিক্ষায় আছি যে, মুসলমানদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হজে অংশগ্রহণ করবো।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ