আবু সাঈদ জুবায়ের: অনেকে মনে করেন, তাবিজ বাঁধা শিরক ও পাপ। তার কারণ একটি হাদিস। এর সঠিক অর্থ মানুষ বুঝে না। তাই তারা তাবিজ বাঁধাকে নাজায়েয মনে করে। হাদিসটি হলো, নবি করিম সা. বলেন, ‘মন্ত্র, তাবিজ এবং মহব্বতের তাবিজ শিরকের অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ: হাদিস নং ৩৩৮৫; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৫২১; মুসনাদে আহমদ: হাদিস নং ৩৪৩৩
এখন লোকেরা ধরে নিয়েছেন সব ধরনের তাবিজ শিরক। অথচ এ কথাটি ভুল। মূলত আরবিতে ‘তামিমা’ অর্থ হলো, জাহেলি যুগে শামুক-ঝিনুকের যেসব কড়ি সুতায় গেঁথে বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিত, এগুলোকে তামিমা বলে এবং এর উপর মন্ত্র পড়ে দম দিত ও একে স্বয়ংক্রিয়ভাবে প্রভাবশালী মনে করা হত। এটা ছিল একটি শিরকি আমল, যাকে তামিমা বলা হতো।
রাসুল সা. এ হাদিসে একে নিষিদ্ধ করেছেন, তামায়েম বা তামিমা শিরক। কিন্তু তাবিজকে নয়। অর্থ না বুঝার দরুণ তাবিজ ও তামিমা-কড়িকে এক করে ফেলা হয়েছে, যা ঠিক নয়। কারণ তাবিজ বৈধ ও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, যা আগেও বলা হয়েছে। আর তামিমা-কড়ি হলো শিরকি আমল, যা জাহেলি যুগের প্রচলিত বিষয়।
-ইসলাম আওর হামারি জিন্দেগি, শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকী উসমানী।