আওয়ার ইসলাম: সৌদি আরবের মসজিদগুলোতে খুৎবায় রাজনৈতিক এবং গোত্রগত বিষয় নিয়ে কথা না বলতে এক লাখের বেশি ইমামকে নির্দেশ দিয়েছে দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নামাজের আগে খুৎবার সময় ইমামদের কেবল ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার নির্দেশ দেয়া হয়েছে। কোনো ব্যক্তি বা দেশকে অভিশাপ দেয়ার বিরুদ্ধেও তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
সৌদি আরবের মসজিদে শুক্রবারের জুমার নামের আগে ইমামরা সচরাচর তাদের খুৎবায় ইসরাইল বা অমুসলিমদের নিন্দা করে বক্তব্য রাখেন। সুন্নী নন এমন মুসলিমদের বিরুদ্ধেও ইমামরা নানা ধরনের বক্তব্য দিয়ে থাকেন।
সরকারের ধর্ম মন্ত্রণালয় তাদের নির্দেশে আরো বলেছে, এখন থেকে মসজিদের ভেতর টাকাও তোলা যাবে না।
সূত্র: বিবিসি