শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

ইমাম ইয়াহিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosque2যশোর প্রতিনিধি: যশোরের একটি মসজিদের ইমাম মোহাম্মদ ইয়াহিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কিছুদিন আগে তিনি হঠাৎ করেই যশোর শহর থেকে নিখোঁজ হন। স্থানীয়রা দাবি করেছেন তার সঙ্গে নারায়ণগঞ্জে নিহত জঙ্গি ফজলে রাব্বীর ঘনিষ্ঠতা ছিল।

রাব্বীর নিখোঁজ হওয়ার পেছনে ইমাম ইয়াহিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করেছিলেন রাব্বীর বাবা। রাব্বী নিখোঁজ হওয়ার পর এ ব্যাপারে গত ৭ এপ্রিল তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

জিডিতে তিনি রাব্বী নিখোঁজ হওয়ার বিষয়ে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন সন্দেহে স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ ইয়াহিয়া, যুব উন্নয়ন অধিদপ্তর মসজিদের ইমাম ওবায়দুল্লাহ ও শহরতলী কিসমত নওয়াপাড়ার দোকানদার রাশেদ ও নওয়াপাড়ার সুমনের নাম উল্লেখ করেন।

পরবর্তীতে জিডির বিষয়টি জানাজানি হলে ইয়াহিয়াকে মসজিদের ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে ইয়াহিয়া সদর উপজেলার বাহাদুরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষক হিসেবে যোগ দেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হন।

এ বিষয়ে ইয়াহিয়ার চাচা আসাদুজ্জামান বলেন, ‘গত ২৮ আগস্ট বেলা ১১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে কিছু ব্যক্তি ইয়াহিয়াকে তুলে নেয়। পরে স্থানীয় ফাঁড়ি ও থানায় খোঁজ নিয়েছি। কিন্তু আজ (১ সেপ্টেম্বর) পর্যন্ত তার কোনো সন্ধান পাচ্ছি না।’

এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘কোতোয়ালি থানা পুলিশ ইয়াহিয়া নামে কাউকে আটক করেনি। তবে অন্য কেউ তাকে আটক করেছে কি না সেটা আমার জানা নেই।’

স্থানীয়রা জানান, যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়া বিশ্বাসপাড়া মসজিদের ইমামের দায়িত্ব পালনকালে জঙ্গি ফজলে রাব্বীর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ইয়াহিয়ার। এ বছর ৫ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন রাব্বী।

আরো পড়ুন: মসজিদের পুকুরে ইমামের লাশ

এআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ