আওয়ার ইসলাম : রাজশাহী শহর রক্ষায় নির্মিত বাঁধের ভাঙন ঠেকানো যাচ্ছে না। ফারাক্কার তেড়ে আসা পানিতে ভেসে যাচ্ছে জিও ব্যাগ। বাঁধ রক্ষায় দিনরাত পাথর ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এ বাঁধ ঠেকানো না গেলে মাত্র ১০ মিনিটেই তলিয়ে রাজশাহী শহর।
ফারাক্কা থেকে তেড়ে আসা পানি বাঁধে আঘাত হেনেছে চারদিন আগেই। রাতদিন বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু প্রবল স্রোতের তোড়ে বালুর বস্তা ভেসে চলে যাচ্ছে। এ অবস্থায় অনেকটা দিশেহারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা । পরিস্থিতি সামাল দিতে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বড় বড় পাথর ফেলা শুরু হয়েছে।
কিন্তু তীব্র স্রোতের কারণে বাঁধে প্রতিরক্ষার কাজ মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছে। প্রায় এক হাজার বালুর বস্তা ফেলা হয়েছে। কিন্তু বস্তাগুলো ঠিকঠাক মতো থাকছে না। প্রবল স্রোতের তোড়ে এগুলো টিকিয়ে রাখা যাচ্ছে না।
এফএফ