শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

কাশ্মির সীমান্তে সংঘর্ষ : ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir20

আওয়ার ইসলাম : জম্মু-কাশ্মির সীমান্তের রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে গুলিতে এক ভারতীয় সেনা নিহত এবং অপর একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এক সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত সেনার নাম ল্যান্স নায়েক রাজেন্দ্র সিং। যদিও গেরিলাদের পক্ষ থেকে নাকি পাক সেনাবাহিনীর গুলিতে ওই জওয়ান নিহত হয়েছে তা স্পষ্ট নয়। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

একটি সূত্রে প্রকাশ, মঙ্গলবার রাতে আখনূর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গেরিলারা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সেনাদের তৎপরতায় অনুপ্রবেশের ওই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। যদিও উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে দুই জওয়ান আহত হন। এদের মধ্যে ল্যান্স নায়েক রাজেন্দ্র সিং পরে মারা যান।

নিহত রাজেন্দ্র সিং সীমান্তে টহলদারি দলের সদস্য ছিলেন। তিনি সীমান্তের কাছাকাছি কিছু লোকের সন্দেহজনক গতিবিধি দেখতে পান। এ সময় নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের দিক থেকে কমপক্ষে ২০০ মিটার দূর থেকে অনুপ্রবেশের চেষ্টাকারীরা গুলি চালানো শুরু করে দেয়। এর জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালালে তারা পাকিস্তানের দিকে চলে যায়। এ সময় রাজিন্দ্র সিং গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পথেই প্রাণ হারান ওই সেনা জওয়ান। আহত অন্য জওয়ান হাসপাতালে ভর্তি রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ