শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

হাজিদের সুবিধায় সৌদিতে হোটেল ভাড়া কমানো হয়েছে ৬০%

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj-hotelআওয়ার ইসলাম: এবার হাজিদের জন্য হোটেল ও আবাসন খাতকে উৎসর্গ করেছেন এ খাতের মালিকরা। তারা বলছেন, হজ মৌসুমে মক্কা ও অন্যান্য এলাকায় হোটেল ও আবাসন ভাড়া গত বছরের চেয়ে ৬০ শতাংশ কমানো হয়েছে। এর ফলে অন্যবারে যেখানে ভাড়া নেওয়া হতো ১০ হাজার সৌদি রিয়েল, সেখানে এবার ভাড়া পড়ছে মাত্র ২ হাজার।

সৌদি আরবের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, অন্যবারের তুলনায় এ বছর হাজিদের সংখ্যা কম থাকায় এবং সে অনুপাতে হোটেল ও এপার্টমেন্ট বেশি হওয়ায় এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, তারা মনে করেন- চাহিদার চেয়ে সরবরাহ বেশি দিতে পারলে বেশি সংখ্যক হাজিকে আকৃষ্ট করা যাবে। সেকারণে হোটেল ও আবাসন বিল কমিয়ে দেওয়া হয়েছে। এতে অন্যবারের তুলনায়  লোকসানও পোহাতে হবে বলে মনে করেন তারা।

ওয়াফি আল কাহতানি নামের এক হোটেল মালিক জানান,  হোটেল ও আবাসন মালিকরা হাজিদের কথা মাথায় রেখে ভাড়া ৬০ শতাংশ কমিয়েছে। এখন এখানে ৩ হাজার সৌদি রিয়েলের একটি ইউনিট সাড়ে ৭০০ রিয়েলে পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, মক্কায় হাজিদের জন্য প্রায় ৩০ লাখ বেডের ব্যবস্থা করেছে হোটেল মালিকরা। এতে প্রায় ১৫ লাখ হাজি অবস্থান করতে পারবেন।

হাজিদের সংখ্যা বাড়ার সঙ্গে প্রতিবছর বেডের সংখ্যাও বাড়ানো হয়। হোটেল মালিকরা নতুন নতুন ভবন নির্মাণ করেন। কিন্তু দেখা যায়, উল্টো মালিকপক্ষকে বেগ পোহাতে হচ্ছে।

কিছু কিছু হোটেলে বেড ভাড়া ৭০ শতাংশ কমেছে বলে জানান আল কাহতানি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ