শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

কুরবানি নিয়ে ভারত সরকারের কঠোর নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

goru-hut-b_83940আওয়ার ইসলাম : ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুলআজহার সময় যাতে বেআইনিভাবে গরু এবং অন্যান্য পশু কুরবানি করা না হয় সেজন্য কড়া নির্দেশ জারি করেছে। একইসঙ্গে কুরবানির উদ্দেশ্যে বিভিন্ন পশু পরিবহনের সময় পশু মালিকরা যাতে প্রাণি কল্যাণ আইন এবং প্রাণি পরিবহন বিধি মেনে চলেন সেজন্য সব রাজ্যকে সতর্ক করে দেয়া হয়েছে।

যেসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করে আইন রয়েছে সেসব রাজ্যে কোনোভাবেই গরু কুরবানি করা চলবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।

ভারতে বিজেপি তথা অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে যেভাবে গরু রক্ষা কর্মসূচি নেয়া হয়েছে তখন ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের ওই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ নিয়ে গতকাল শুক্রবার ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশ্ন’র সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন, ‘ঈদুলআজহার আগে ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের পক্ষ থেকে যে চিঠি দেয়া হয়েছে তাতে গো-রক্ষার নামে যারা দলিত এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে তারা এতে উৎসাহিত হবে। দেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা লিপিবদ্ধ রয়েছে। তাছাড়া কুরবানির উদ্দেশ্যে যারা পশু বহন করে থাকেন তারা ওই পশুর প্রতি যথেষ্ট মানবিক আচরণই করে থাকেন। ইসলাম ধর্মেই মানবিক আচরণেরই নির্দেশ রয়েছে। সুতরাং এ নিয়ে নতুন করে নির্দেশিকার কোনো প্রয়োজন ছিল না।’

ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের সচিব এম রবিকুমার এক চিঠিতে বলেছেন, ১২ সেপ্টেম্বর ঈদ উৎসব পালিত হবে। এটা বাস্তব যে এই উৎসবে সারা দেশে প্রচুর সংখ্যক পশু নিধন হয়। এ সময় বিভিন্ন পশু পরিবহনের সময় পশু মালিকরা প্রাণি কল্যাণ আইন এবং প্রাণি পরিবহণ বিধি মেনে চলেন না, যে বিধিতে লেখা আছে একটি গাড়িতে কতগুলো পশু নিয়ে যাওয়া যেতে পারে। এর ফলে নিষ্ঠুরতার শিকার হয় ওই সব পশু। এমন কী এর জেরে তাদের মৃত্যুও হয়।’

চিঠিতে পশু হত্যা বিরোধী আইন এবং আদালতের বিভিন্ন রায়ের উল্লেখ করে যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে পাঠানো ভারতীয় প্রাণি কল্যাণ বোর্ডের ওই নির্দেশিকায় কোথাও উট জবাই করতে দেয়া যাবে না বলে সাফ জানানো হয়েছে।

পশু পরিবহন ছাড়াও ঈদের দিন যারা আইন ভাঙবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে তাও কেন্দ্রীয় প্রাণি কল্যাণ বোর্ডকে রাজ্য সরকারগুলোকে বিস্তারিত জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : রেডিও তেহরান

এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ