আওয়ার ইসলাম : বিতর্কিত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করার কারণেই দীপনকে টার্গেট করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মনিরুল ইসলাম জানান, আজ গ্রেফতার হওয়া শামীম দীপন হত্যাকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে হত্যাকাণ্ডের আগে ঘটনাস্থলে গিয়ে রেকি করেছে। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে আরো ৫ জন উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের ১ মাস আগে থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম মেজর জিয়াকে ঘটনার মাস্টরমাইন্ড হিসেবে উল্লেখ করেছে।
এর আগে গুলশানের জঙ্গি হামলার ঘটনার নেপথ্যে বা মাস্টারমাইন্ড হিসেবেও নাম এসেছিল সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ মোঃ জিয়াউল হকের। এবার প্রকাশক দীপন হত্যার ঘটনার মাস্টারমাইন্ড হিসেবেও সামনে এলো তার নাম।
সিফাতকে ধরিয়ে দেয়ার জন্য ২ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ।
এফএফ