আওয়ার ইসলাম : পবিত্র মক্কা নগরীর পুলিশ বৈধ কাগজপত্র না থাকায় ৭০ হাজারের বেশি হজযাত্রীকে ফেরত পাঠিয়েছে। এরা সবাই হজের অনুমতিপত্র ছাড়াই মক্কার উদ্দেশে যাত্রা করেছিলেন বলে জানা গেছে।
এক পরিসংখ্যানে জানানো হয়েছে, হজযাত্রীদের বহনকারী ২৮ হাজারের বেশি যানবাহন আইন ভঙ্গ করায় এসব গাড়িগুলোকেও মক্কায় প্রবেশ করতে দেয়া হয়নি। বৈধ কাগজপত্র না থাকার কারণেও বেশ কিছু গাড়িকেত ফেরত পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে মক্কার হজ সিকিউরিটি কমান্ড জানিয়েছে, যেসব যানবাহন এবং এদের চালকরা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কোনো ভাবেই মক্কায় প্রবেশ করতে দেয়া হবে না। হজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে হজযাত্রীদেরও ফেরত পাঠিয়ে দেয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এফএফ