আওয়ার ইসলাম: চট্টগ্রামে একটি ইউরিয়া সার কারখানার গ্যাস পাইপ লিকেজ হয়ে আশেপাশের এলাকায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় আহত হয়েছে ৪৪ জন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। -যমুনা টিভি
এ ঘটনায় আহত আটজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি হারুন উর রশীদ হাজারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কর্ণফুলী নদীর ওপারে পাইপ লিকেজের সংবাদ পাওয়া গেছে। এ ঘটনার পর আশেপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
অতিরিক্ত ডেপুটি কমিশনার জয়নুল আবেদীন জানান, সার কারখানার পাইপ লিকেজ হয়েছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্যাস ছড়িয়ে পড়েছে এটা নিশ্চিত।
আরআর