শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ক্লাসে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবাসিকunnamed হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকেই  শিক্ষার্থীরা ধর্মঘটের সমর্থনে মিছিল শুরু করেন। পরে মূল ফটক অবরোধ করে করে রাস্তায় নামেন তারা। পরে বিভিন্ন একাডেমিক ভবনসহ প্রশাসনিক ভবনেও তালা দিয়ে দেন শিক্ষার্থীরা ।

সকাল সাড়ে নয়টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড় অবরোধ করেন। এসময় শিক্ষকদের বাস ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে অবরোধে যাত্রাবাড়ী, বাবুবাজার সড়ক, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে সাত থেকে আটটি টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এসব সড়কের আশপাশের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে।

আন্দোলনের অন্যতম সংগঠক মনিরুল ইসলাম রাজন  বলেন, আমরা ভিসি ভবনে  তালা দিয়েছি। অন্যান্য ভবনেও তালা দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আন্দোলনরত আরেক শিক্ষার্থী রাজীব জানান, ধর্মঘটের সমর্থনে তারা সকাল আটটা থেকে  ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। মিছিল নিয়ে রায় সাহেববাজার মোড়ে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ জানান, শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা খোলা হয়েছে।

উল্লেখ, গতকাল আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর জলকামান থেকে পানি, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে ২৫-৩০ জন শিক্ষার্থী আহত হন।

এরপর একই দাবিতে দ্বিতীয় দফায় আজ মঙ্গলবার ও কাল বুধবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের ঐতিহ্য সংরক্ষণ করে জাতীয় চার নেতার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারটি হল এবং কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় নতুন হল নির্মাণের দাবিতে টানা ১৯ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ