চৌধুরী নাসির আহমদ: আওয়ার ইসলাম
বন্দ-রওহা ছোট্ট গ্রাম। বন্যার ঢলে বিধ্বস্ত বিপর্যস্ত। জামালপুর মেলান্দ উপজেলার বন্যা কবলিত গ্রামটিতে যখন আমরা পৌঁছি সূর্য তখন মাথার উপর। আকাশে টুকরো টুকরো মেঘ। বাতাসে ভেজা কান্না।
ঘরবাড়ি পানির নিচে। উপড় হয়ে পড়ে আছে গাছপালা। বানের স্রোতে ভেসে গেছে মানুষের ঘর গেরস্থালির সব সরঞ্জাম। ভেসে গেছে গরু ছাগল হাঁস মোরগ। ডুবে গেছে পুকুর খামার ও ফসলের খেত। সবার চেহারায় আতঙ্ক। বিষাদ। গায়ে কাপড় নেই। পেটে দানা নেই। গ্রামের ধনী গরিব সবার একই চিত্র।
বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াতে ছুটে এসেছে অনেক সরকারি বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান। সামাজিক সংগঠন আস-সিরাজو ইবনে খালদুন ইনস্টিটিউট ও দারুল কাসেম ইসলামিয়া মাদরাসার পক্ষে আমাদের দলে ছিলেন মাওলানা শরিফুল ইসলামو রকিবুল ইসলাম নাঈমو তরিকুল ইসলামو আব্দুল হাকিমو জাহাঙ্গীর আলম ও আবুল হাসান খান। সারাদিন দুর্গত মানুষের পাশে থেকে বিপর্যস্ত একটি চিত্র চোখে টানিয়ে আমরা যার যার গন্তব্যে ফিরি।
এসএস