শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

আশুগঞ্জে ভারতীয় চাল নিয়ে আসছে `এমভি অভি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mdআমিনুল ইসলাম হুসাইনী, ব্রাহ্মণবাড়িয়া : ভারতের সরকারি সহায়তার (রেশন) চাল নিয়ে এমভি অভি নামে একটি জাহাজ আগামীকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে এসে নোঙর করবে। ভারতীয় ওই জাহাজে রয়েছে ৪৬ হাজার ৪শ’ ব্যাগে ২ হাজার ২শ’৭২.৪৮৫ টন চাল।

আশুগঞ্জে পৌঁছার পর সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব চাল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হবে বলে  সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় মানবিক কারণে শুল্ক ছাড়া ৩৫ হাজার টন ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের ওপর দিয়ে পরিবহনের অনুমোদন লাভ করে। ২০১৪ ও ২০১৫ সালে ২০ হাজার টন চাল একই পন্থায় বাংলাদেশের ওপর দিয়ে ভারতে পৌঁছে। ওই চালের আরেকটি চালান নিয়ে কর্গো জাহাজটি বাংলাদেশের চাঁদপুর এলাকা অতিক্রম করে মেঘনা নদী হয়ে আশুগঞ্জের দিকে আসছে।

চাল পরিবহনে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, ভারতীয় খাদ্য সহায়তার ২ হাজার ২শ ৭২.৪৮৫ টন চাল নিয়ে গত ১৫ আগস্ট কলকাতা বন্দর থেকে কার্গো জাহাজটি আশুগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। এক সপ্তাহ পর আগামীকাল মঙ্গলবার জহাজটি আশুগঞ্জে এসে পৌঁছাবে। সেখান থেকে সড়ক পথে কাভার্ড ভ্যানে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব চাল ভারতে নিয়ে যাওয়া হবে।ব্রাহ্মণবাড়িয় আশুগঞ্জ নৌ-বন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি গতকাল চাঁদপুর নৌবন্দর এলাকায় অবস্থান করে। আজ সোমবার সকালে জাহাজটি আশুগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছে। আগামীকাল মঙ্গলবার দুপরের মধ্যে এমভি অভি আশুগঞ্জ নৌ-বন্দরে নোঙর করবে। জাহাজ থেকে চাল খালাসে বন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, এসব চাল পরিবহনে মানবিক কারণে বাংলাদেশ সরকার কোনও শুল্ক নিচ্ছে না।

ওএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ