আওয়ার ইসলাম: তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এতে ৯৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঐ অঞ্চলের গভর্নর।
রবিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটিকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করছে তুর্কি সরকার। আত্মঘাতী একজন হামলাকারী হামলা চালিয়েছে বলে তারা ইঙ্গিত দিচ্ছে।
উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক হামলাটিকে 'বর্বর' হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠব।
শহরের যে জায়গায় হামলাটি হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বসবাস রয়েছে।
বিবিসি জানিয়েছেন, এখনো পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারি কিছু সূত্র বলছে যে, হামলাটি চালিয়েছে ইসলামিক স্টেট। গাজিয়ানটেপে আইএসের সদস্যরা আছে বলে আগেও জানা গিয়েছিল।
গত বছর থেকে তুরস্কে আইএস ও কুর্দিরা একাধিক বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়।
এআর