এম রবিউল্লাহ: আওয়ার ইসলাম
হোসাইন মোহাম্মদ তাহির জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তার বয়স ৫ বছর। রেডিও শোনে শোনে তাহির পুরো কুরআন মুখস্ত করেছেন। মিয়ানমারের এই শিশু বাবার সঙ্গে জেদ্দা থাকেন। ছেলে জন্মান্ধ হওয়ায় বাবা তাকে একটি রেডিও কিনে দিয়েছেন।
তাহিরের বাবা বলেন, তাহিরের জন্য একটি ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট করে দিয়েছি। ৭ দিনে ২৪ ঘন্টা কুরআন পাঠের সম্প্রচার হয় এমন একটি রেডিও স্টেশন সব সময় শোনা যায়। এর মাধ্যমে আমার সন্তান রেডিও শুনতে অভ্যস্ত হয়।
আমি কখনো মনে করিনি আমার ছেলে তাহির রেডিওর মাধ্যমে উপকৃত হবে। সে যে রেডিও শোনে শোনে পবিত্র গ্রন্থ কুরআন মুখস্ত করতে পারে আমার ধারণা ও উপলদ্ধিও ছিল না।
বাবা বলেন, তাহির একদিন তাকে জেদ্দা থেকে মক্কা নিয়ে যেতে বলে। তবে শর্ত দেওয়া হয় তাকে যেন মহানবীর মসজিদে নিয়ে যাওয়া হয়।
পবিত্র মসজিদে প্রবেশ করেই সুরা বাকারার একটি অংশ পাঠ করতে থাকে তাহির। সন্তানের এমন কর্ম দেথে মুগ্ধ হোন বাবা।
সূত্র: আরব নিউজ