আওয়ার ইসলাম: রাজধানীর মেরুল বাড্ডায় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন নারী। স্কুলটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী পরিচালানা করতেন।
শুক্রবার বেলা ১১টার দিকে ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অভিযান চালায় পুলিশ।
বাড্ডার থানার ওসি এম এ জলিল সাংবাদিকদের জানান, ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দীন কেফায়াতুল্লাহ, তার স্ত্রী সালেমা আক্তার এবং দুই মেয়ে খাদিজা খাতুন ও আয়েশা সিদ্দিকা রয়েছে। এছাড়াও বাড়ির মালিক বিল্লাল, তার স্ত্রী শান্তা বিল্লাল এবং মা হালিমা বেগম রয়েছেন।
বাড়ি ভাড়া দেয়ার নিয়ম মেনে স্কুল সম্পর্কিত সব তথ্য নেয়া হয়েছিল কিনা, মালিককে আটক করে সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।