আওয়ার ইসলাম ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা বলেছেন, কওমী মাদরাসা জাতীয় চেতনা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রক্ষাকবজ হিসেবে কাজ করছে। যাদের পিছনে হাজার হাজার কোটি টাকা তারা এখন সন্ত্রাসকে লালন করছে। অপরদিকে কওমী মাদরাসার ছাত্রদের পিছনে সরকারের কোন ব্যয় নেই।
শনিবার পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া ও আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন, জয়েণ্ট সেক্রেটারী অধ্যাপক ডা. কামরুজ্জামান, মুহা. হাসমত আলী, মাওলানা নূর হোসাইন, মাওলানা ইলিয়াস হোসাইন, আলহাজ্ব আবদুর রাজ্জাক বেপারী, আতিকুর রহমান, মুফতী ইজহারুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, আবু বকর, টি এম মাহফুজুর রহমান, আলহাজ্ব ইউনুছ আলী, মাষ্টার আবদুল কাদের প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস যখন দেশে মহামারী আকার ধারণ করছে ঠিক সেই মুহুর্তে কওমী মাদরাসার বিরুদ্ধে বক্তব্য দিয়ে সরকারের মন্ত্রীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসকে আড়াল করতে চাচ্ছে। সন্ত্রাস নির্মূলে কওমী মাদরাসার বিকল্প নেই। মন্ত্রী বিপুকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।