আমিনুল ইসলাম হুসাইনী, কুমিল্লা : কুমিল্লায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সুপারিনটেনডেন্ট রাইহুল করিমের বিরুদ্ধে এক প্রশিক্ষণার্থীকে তুলে নিয়ে রাতভর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে পিটিআইয়ের প্রশিক্ষণার্থীরা মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলসহ কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন। পরে দুই ঘণ্টা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর কালিয়াজুরি এলাকায় অবস্থিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) সুপারিনটেনডেন্ট পদে গত ২৭ জানুয়ারি যোগদান করেন রাইহুল করিম। এরপর থেকে ওই কর্মকর্তা অন্যায়, অনিয়ম,দুর্নীতি ও ইনস্টিটিউট প্রশিক্ষণার্থী
নারীদের যৌন হয়রানি করে আসছেন বলে স্মারকলিপিতে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল 'আওয়ার ইসলাম ২৪ ডটকম'কে রাইহুল করিমের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের ব্যাপারে বলেন,অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।