এহসান বিন মুজাহির : লেখক, গবেষক ও ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সৈয়দ আব্দুল্লাহ সব্যসাচী একজন লেখক। বহুবছর ধরে তিনি ইসলাম মানবতার কল্যাণে কলম চালিয়ে যাচ্ছেন। সৈয়দ আব্দুল্লাহর মতো আর্দশিক লেখককে অনুসরনের বিকল্প নেই। তাঁর সাহিত্যকর্মকে জাতীয়ভাবে মূল্যায়ন করা সময়ের দাবি ।
তরফ সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংর্বধনা উপকমিটির আহবায়ক সাংবাদিক এডভোকেট আমির হোসেনের সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী ও প্রিন্সিপাল আব্দুর রউফের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান ইতিহাস গবেষক সৈয়দ জয়নাল আবেদিন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম ।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব ফজলুর রহমান, বানিয়চং সিনিয়র আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হুসেন খান, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ লিয়াকত হাসান, দৈনিক খোয়াইর সম্পাদক শামিম আহসান, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মওলা রফিক, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান, ,কবি শাহজাহান বিশ্বাস, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সেক্রেটারি ওয়াহিদ আহমদ, প্রথম আলো জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, কবি অপু চৌধুরী প্রমুখ।