আওয়ার ইসলাম : চলতি বছর হজে কোরবানির পশুর কুপনমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬০ রিয়াল। সরকারের অনুমোদনক্রমে প্রতি বছর স্থানীয় ইসলামি উন্নয়ন ব্যাংকের একটি প্রকল্পের মাধ্যমে পশু কোরবানি দেয়া হয়।
২৯ জুলাই এক চিঠিতে কোরবানির পশুর মূল্য নির্ধারণ সম্পর্কে ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করেন মক্কা আল মোকাররমায় বাংলাদেশ হজ অফিস পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান। আগ্রহী হাজিদের মক্কা আল মোকাররমা, মদিনা আল মোনাওয়ারা ও মিনাতে নির্দিষ্ট কাউন্টার থেকে উল্লেখিত ৪৬০ সৌদি রিয়াল জমা দেয়া কুপন সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
চলতি বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজে যাচ্ছেন ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯১ হাজার ৭৫৮ জন। আগামী ১০ সেপ্টেম্বর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।
এফএফ