আওয়ার ইসলাম: দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক যৌথ বিবৃতিতে বলেছেন, ভারতের ভেতর থেকে ধেয়ে আসা বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভারত উজানের বাঁধ খুলে দিয়ে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতির কারণে মানুষের ঘর-বাড়িসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ ও প্রাণহানির ঘটনা ঘটছে।
নেতৃদ্বয় বলেন, সরকারের প্রস্তুতির অভাবে পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী না পৌঁছায় বন্যাদুর্গত মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকারকে অতিদ্রুত বন্যাদুর্গত এলাকায় ত্রানসামগ্রী পৌছানো ও মানুষের সহযোগিতায় স্বেচ্ছাসেবক পাঠাতে হবে।
বিবৃতিতে মজলিস আমীর ও মহাসচিব দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক ও বিত্তবানসহ সকলকে বন্যা দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।
আরআর