ঢাকা : সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।
ঐক্যের পথে জামায়াত বাধা হিসেবে দাঁড়িয়ে আছে এক সাংবাদিক এমন প্রশ্ন করলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা সবাইকে নিয়েই জাতীয় ঐক্য গড়তে চাই। সেখানে জামায়াতে ইসলামীকে অল্টারনেটিভ করার চেষ্টা কেন? এ বিষয়ে আলোচনা যখন শুরু হোক, জামায়াত বিষয়টা পরে দেখা যাবে।
এর আগে জাতীয় ঐক্য গঠনে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) পেশাজীবী ও সুশীল সমাজের লোকজন জামায়াতের সঙ্গ ছাড়তে বিএনপি চেয়ারপারসনকে পরামর্শ দেয়। এমন প্রেক্ষাপটে বিএনপির কাছে জামায়াত বড় ইস্যু নাকি জাতীয় ঐক্য বড়?, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, আমরা সবাইকে নিয়েই জাতীয় ঐক্যের কথা বলছি। এ বিষয়ে আলোচনা যখন শুরু হবে, তখন এটা দেখা যাবে।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘একটা রাজাকার-স্বৈরাচারকে নিয়ে সরকার গঠন করে যখন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, তখন আপনারা তাদের প্রশ্ন করতে পারেন না?’
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেন, ‘উনাকে (খালেদা জিয়া) জামায়াত ছাড়তে বলেছি। এখন এর বেশি কিছু বলব না।’
বৈঠকে জামায়াতের বিষয়টা উঠেছে জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি বলেছি, জামায়াতের পিতৃপুরুষেরা যে অন্যায় করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে।’
তিনি বলেন, ‘জামায়াতে বর্তমানে যারা আছে, আমার পরামর্শ হলো-তাদের দলীয়ভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারা যে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বিশ্বাস করে, সেটা পুনরায় উল্লেখ করবে এবং মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করবে।’
বিএনপি চেয়ারপারসনের মনোভাব কী বুঝলেন- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, উনিও মনে করেন এটি (জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া) যুক্তিসঙ্গত।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক কাজী রফিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর