আওয়ার ইসলাম ডেস্ক : ইসলামী ঐক্যজোট (একাংশ) বলেছে, জঙ্গি হামলা বন্ধের জন্য জুমার খুতবার ওপর নজরদারি ও কিছু মাদরাসা বন্ধের উদ্যোগের সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক।
আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐক্যজোট নেতারা এ কথা বলেন ।
লিখিত বক্তব্যে দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি বিনষ্ট করে দেশকে সাম্প্রদায়িক, অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে ঘোলা পানিতে মাছ শিকার ও রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি চক্র।
জুমার খুতবা ও কিছু মাদরাসা বন্ধের উদ্যোগকে অযৌক্তিক আখ্যায়িত করে তিনি বলেন, এতে সাধারণভাবে খতিব ও মাদরাসার দিকে সন্দেহের বীজ বপন করা হচ্ছে। বরং ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষার্থী বিপথগামী হচ্ছে বলে মন্তব্য করেন মুফতি ফয়জুল্লাহ।
এক প্রশ্নের জবাবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, অতীতে যেসব আলেমদের দোষারোধ করা হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে তাদের জড়িত থাকার প্রমাণ মেলেনি।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ