এম ওমর ফারুক আজাদ : ফটিকছড়ির হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলার সুয়াবিল ইউনিয়নস্থ নাসির মুহাম্মদ নৌকাঘাট এ মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে নদীর পশ্চির পাড় থেকে পুর্ব পাড়ে নৌকা হয়ে ফিরছিলেন প্রায় বিশ পঁচিশজন যাত্রী। কিন্তু ভারসাম্য হারিয়ে মাঝপথে ডুবে যায় নৌকাটি। এলাকাবাসীর দ্রুত উদ্ধার অভিযানের ফলে অধিকাংশ যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও গত কাল বিকাল ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তৎপরতাইও উদ্ধার সম্ভব হয়নি পাঁচ জনের।
চট্টগ্রাম বিভাগীয় ডুবুরিদলের সদস্য উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা দলনেতা সাইফুল হক গতকাল জানিয়েছিলেন, 'আমরা টার্নিং পয়েন্টগুলোতে চার্জ করেছি; কোথাও নিঁখোজ লাশের সন্ধান মেলেনি।' আজ সকাল নয়টা থেকে পূণরায় উদ্ধারাভিযান শুরু হলে ঘটনাস্থলের এক কিলোমিটার দক্ষিনে কুম্ভার পাড়া এলাকায় ভেসে উঠে দুটি লাশ। তাদের মধ্যে একজনের নাম ইসলাম (৫৬), তিনি ঐ এলাকার বাসিন্দা বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেলে নিহত অপর শিশুর পরিচয় এখনো জানা যায়নি।
এ নিয়ে এলাকার সর্বত্র চলছে শোকের মাতম। ঘটনার পর থেকে মাঝি মানিক পালাতক রয়েছেন। নৌকাডুবির ঘটনা সম্পর্কে স্থানিয়দের কাছ থেকে জানতে চাইলে নাসির মুহাম্মদ বাড়ির কাঠ ব্যবসায়ী আইয়ুব আলী জানান, অতিরিক্ত যাত্রী নেয়ার কারনে খরস্রোতে ভারসাম্য হারিয়ে ফেলে নৌকাটি। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.তৌহিদুল আলম বাবু, চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন প্রমূখ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু উপস্থিত সাংবাদিকদের বলেন, 'ঈদের দিনে ঘটে যাওয়া এমন ঘটনা খুবই মর্মান্তিক ও দু:খজনক। এ সময় নিখোঁজ পরিবারকে আপাতত মাথাপিছু বিশ হাজার টাকা করে অনুদান প্রদানেরও ঘোষণা দেন তিনি।