প্রযুক্তি ডেস্ক : ইসালমের অন্যতম স্তম্ভ হচ্ছে যাকাত। মুসলমানদের জন্য একটি ফরজ ইবাদত। তাই ইসলামের নিয়ম অনুযায়ী প্রত্যেক পূর্ণবয়স্ক মুসলমানকে প্রতিবছর আয়-ব্যয়ের পর সঞ্চিত সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ যাকাত হিসেবে আল্লাহর রাস্তায় দিতে হয়। কিন্তু যাকাতের হিসাব না জানা থাকাতে অনেকেই বিপাকে পড়েন। তাদের কথা চিন্তা করেই বাজারে উন্মোচন করা হয়েছে যাকাত বিষয়ক একটি অ্যাপ্লিকেশন। যেটি স্মার্ট ডিভাইসে শুধু ইনস্টল করে নিলেই যাকাতের হিসেবের পূর্ণ বিবরণ জানা যাবে।
বাংলা ভাষাভাষিদের উপযোগী করে তৈরি করা হয়েছে অ্যাপটি। এটির নাম দেয়া হয়েছে 'যাকাতের হিসাব নিকাশ'। অ্যাপটিতে পাঁচ ক্যাটাগরিতে হিসাব করে যাকাতের পরিমাণ বের করার ব্যবস্থা রাখা হয়েছে। যার মধ্যে মোট সোনা ও রুপা, নগদ ও ব্যাংকে জমা টাকা, জমিজমা, বিভিন্ন মুনাফা ও মোট দায়ের ওপর ভিত্তি করে যাকাতের সঠিক পরিমাণ সহজেই বের করা যাবে।
ডিভাইসে একবার ইনস্টল করে নিলে অফলাইনেও কাজ করবে এটি। অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের পর আর ইন্টারনেট সংযোগের দরকার হবে না। তবে অ্যাপটির সুবিধা নিতে প্রাথমিক পর্যায়ে কিছু টাকা গুণতে হবে। যা একেবারেই সামান্য।
https://www.appbajar.com/bn/app/com.example.zakatcalculation?id=1772# এই ঠিকানায় গিয়ে কিনতে পারবেন অ্যাপ্লিকেশনটি।
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস