আওয়ার ইসলাম ডেস্ক : হজ নিয়ে ব্যবসা বন্ধে ব্যবসা নেয়ার দাবি উঠেছে সংসদে। হজ্ব নিয়ে ব্যবসার বিরুদ্ধে সরব হয়েছেন বেশ কয়েকজন সাংসদ। একইসাথে সংসদ সদস্যরা অভিযোগ করেন, সরকারি অর্থে সরকারি কর্মকর্তাসহ পিয়ন দারোয়ানরা হজ করতে যাচ্ছেন। এক ওয়াক্ত নামাজ পড়েন না এমন লোকও হজে যাচ্ছেন।
আজ সংসদে ধর্মমন্ত্রনালয়ের মঞ্জুরী বরাদ্দের ছাটাই প্রস্তাবের আলোচনায় এসব প্রসঙ্গ উঠে আসে।
স্বতন্ত্র সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, হজ নিয়ে ব্যবসা করা হচ্ছে। হাজীদে কষ্ট দিয়ে মুনাফা করা হচ্ছে। হাজীদের কাবা শরীফের আশে পাশে রাখার ব্যবস্থা করতে হবে। অনেক বয়স্ক লোক হজ করতে যান। তাদেরকে অনেক দুরে রাখা হয়। তারা কাবাঘরে এস নামাজ ও তাওয়াফ করতে পারেন না। এভাবে হজ নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, আমরা দেখছি সরকারি অর্থে রাজনৈতিক নেতা, অফিসের পিয়ন থেকে শুরু করে কর্মচারিরা পর্যন্ত হজ পালন করতে যাচ্ছেন। যাদের আর্থিক সামর্থৃ আছে তারা সরকারি টাকায় হজ করতে যাচ্ছেন।অথচ গ্রাম গঞ্জে হাজার হাজার আলেম ইমাম রয়েছেন যারা অর্থের অভাবে হজে যেতে পারেন না। তাদেরকে হজে পাঠানের ব্যবস্থা না করে যারা এক ওয়াক্ত নামাজও পড়েন না তাদেরকে সরকারি টাকায় হজে পাঠানো হয়। এটা মেনে নেয়া যায় না। এটা বন্ধ হওয়া দরকার।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জবাবে বলেন, সংসদ সদস্যরা যা বলেছেন আমি শুনেছি। এসব বিষয় আমরা বিশেষভাবে দেখবো।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ