নিজস্ব প্রতিনিধি : রাজধানীর গোণ্ডারিয়া এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এলাকার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মুসলমান এলাকাবাসীর বিরোধ দেখা দিয়েছে।
গত শুক্রবার গোণ্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের মতিচরণ রায় রোডের ৩১ নং হোল্ডিংএ একটি মসজিদ নির্মাণ শুরু হয়। এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গেণ্ডারিয়া শাখার পক্ষ থেকে স্থানীয় থানায় একটি জিডি করার পর আজ রোববার দুপুরে সেখানে পুলিশ গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গেণ্ডারিয়ার স্থানীয় হিন্দুদের দাবি করছেন যে স্থানে মসজিদ নির্মাণ করা হচ্ছে সেখানে একটি মন্দির ছিল। জানা গেছে , স্থানটি মিলব্যারাক সমাজকল্যাণ সংগঠনসহ ৫ ব্যক্তির নামে লিজ নেয়া । ওই সংগঠনের সভাপতি মর্তুজা সংবাদ মাধ্যমকে জানান, ওই স্থানে কোনো মন্দির ছিল না।
গত শুক্রবার মসজিদ নির্মাণের শুরু হওয়ার পর থেকে সেখানে নিয়মিত নামাজ হচ্ছে।
নারী পুরুষ নির্বিশেষে অনেকেই মসজিদের আশে পাশে অবস্থান নিয়েছে।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ