মুহাম্মদ মাহবুবুল হক : রোজা অবস্থায় মিসওয়াক করলে রোজার কোন সমস্যা হয় না।তবে টুথপেস্ট, টুথপাউটার, কয়লার মাজন দিয়ে দাঁত পরিস্কার করা অনুত্তম ও মাকরুহে তানজিহী।
রমজানে দিনের বেলা এগুলো দিয়ে দাঁত না মাজাই ভাল।এ গুলো দ্বারা দাঁত পরিস্কার করলে খুব সর্তকতার সাথে করতে হবে । যদি তা গলার ভেতরে চলে যায় ,তাহলে রোজা নষ্ট হয়ে যাবে । সূত্র:ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ:৪০৪/৬,রদ্দুল মুহতার:১৫৩/২,আহছানুল ফাতাওয়া :৪২৯/৪