আন্তর্জাতিক ডেস্ক : বহুল আলোচিত ইইউ ঘটনার পর এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার বৃটেনের নাগরিকরা ইইউয়ের বিপক্ষে ভোট দিয়ে বৃটেনকে আলাদা করার পর এখন তারা গুগলে খুঁজছেন আসলে ইইউ জিনিসটা কী?
ব্যাপারটা নেটিজেনদের কাছে হাস্যরসের খোরাপ হয়েছে ব্যাপকভাবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য আয়োজিত ঐতিহাসিক গণভোটে বৃহস্পতিবার ভোট দিয়েছেন যুক্তরাজ্যের নাগরিকরা। এতে ৫২ ভাগ ভোট পড়েছে বেরিয়ে যাওয়ার পক্ষে আর বিপক্ষে ৪৮ ভাগ।
ব্রেক্সিট নামে খ্যাত এই গণভোট নিয়ে দীর্ঘদিন ধরে ব্রিটেনে সরগরম প্রচারণা চলেছে। উত্তেজনাকর প্রচারণার মধ্যেই ব্রিটিশ এমপি জো কক্স খুন হয়েছেন।
এসবই পুরনো কাঁসুন্দি। মজার তথ্য হচ্ছে ভোট শেষ হওয়ার পর থেকেই যুক্তরাজ্যের নাগরিকরা এ বিষয় নিয়ে সিরিয়াসলি মাথা ঘামাতে শুরু করেছেন।
এর প্রমাণ, গুগলের কাছে তারা এখন জানতে চাইছেন ইইউ কী, বেক্সিট কী, ইইউ থেকে বেরিয়ে গেলে আমাদের কী হবে?
গুগল ট্রেন্ডের ডাটায় দেখা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গুগলে ব্যাপক হারে এসব প্রশ্ন আসতে থাকে।
এর মধ্যে পুরো যুক্তরাজ্যজুড়ে যে প্রশ্নটি গুগলকে বেশি করা হয়েছে তা হচ্ছে "what is the eu" বা ইইউ কী এবং "what is brexit" ব্রেক্সিট কী।
অথচ এসবই ছিল নির্বাচনের হট টপিক।
যুক্তরাজ্যবাসীর এই অবস্থা দেখে তাদের রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
/আরআর