আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের ইইউ ত্যাগ সমস্যাজনক হয়ে উঠবে ভারতের জন্য। এমনটিই বলছে আনন্দবাজার পত্রিকা।
বিশ্লেষকদের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্টে বলা হয়েছে, ইউরোপের বাজার ধরার জন্য ভারতের সংস্থাগুলোর পছন্দের জায়গা ছিল ইংল্যান্ড। এর একটি কারণ ইংল্যান্ডের সঙ্গে ভারতের দীর্ঘ দিনের সম্পর্ক। এ ছাড়া ভাষা নিয়ে স্বাচ্ছন্দ্যের ব্যাপারটাও রয়েছে। ভারতের লগ্নিকারীরা এতদিন ব্রিটেন থেকেই ইউরোপের বাজার ধরতেন। কিন্তু ইউরো জোট থেকে বেরিয়ে আসার ফলে ভারতের বাজার অনেকটাই মার খাবে।
বিশ্লেষণে আরও বলা হয়, এই মুহূর্তে ভারত জোর দিচ্ছে কারখানায় উত্পাদিত পণ্য রফতানির উপর। সেক্ষেত্রেও ব্রিটেনের ইইউ ত্যাগ নেতিবাচক প্রভাব ফেলবে ।
/এফএফ