ঢাকা : শেষ রক্ষে আর হলো না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষেই বেশি রায় দিল যুক্তরাজ্যের জনগণ। এর ফলে ইওরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের ৪৩ বছরের বন্ধন ছিন্ন হচ্ছে। - বিবিসি
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ ভোট পড়েছে ইইউ ছাড়ার পক্ষে, ৪৮ শতাংশ ভোট পড়েছে ইইউতে থাকার পক্ষে।
শুক্রবার (২৪ জুন) ভোট গণনার শেষে দেখা গেছে ছাড়ার পক্ষে ভোট পড়েছে ১ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ( ৫২ শতাংশ) ভোট। অপর দিকে ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ভোটার।
সংবাদ মাধ্যমের খবর অনুয়ায়ী, সাউথ স্ট্যাটফোর্ডশায়ার, ল্যাংকাস্টার, নিউয়ার্ক অ্যান্ড শেরউড, সাউথ হল্যান্ড, প্লাইমাউথ, ব্ল্যাকবার্ন-ডারওয়েনে ইইউ ছাড়ার পক্ষে বেশি ভোট পড়েছে।
ওয়েলসেও ৫৪ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ইইউবিরোধীরা।
ইইউ জোটে আগ্রহীরা স্কটল্যান্ডে এগিয়ে থাকলেও সেখানে ভোট পড়ার হার বেশ কম ছিল বলে নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তর আয়ারল্যান্ডে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত খুব কম ভোটে ইইউপন্থিরা জিততে পারে বলে আভাস দিচ্ছে সংবাদ মাধ্যম।
ব্রিটেনের ইতিহাসে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে এটি তৃতীয় দফা গণভোট। ঐতিহাসিক এই গণভোটে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে রাত পর্যন্ত ভোট দেন গ্রেট ব্রিটেনভুক্ত ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসের প্রায় সাড়ে ৪ কোটি ভোটার। ২৮টি দেশের ইইউ জোটে যোগ দিতে ১৯৭৫ সালে গণভোটে অংশ নেয় ব্রিটেনের মানুষ। একই ইস্যুতে ৪১ বছর পর বৃহস্পতিবারের এ গণভোট ছিল দ্বিতীয় দফা।
এদিকে ব্রিটেনের গণভোটের ফলাফল পর্যবেক্ষণ করছে জোটের অন্য ২৭ দেশ। ভোটের এ ফলাফল নেতিবাচক হলে আগামী দিনে ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে জোট থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজবে। এতে জোটে অবস্থান আরও নড়বড়ে হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইইউ বিশ্লেষকদের।
/আরআর