আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ব্যাপারে কূটনীতিকদের প্রস্তাব নাকচ করে দিয়েছে । যুক্তরাষ্ট্র মনে করছে, সিরিয়ায় এই ধরণের হামলার মাধ্যমে আমেরিকার সর্বোচ্চ স্বার্থ রক্ষা হবে না।
সম্প্রতি বাশার আসাদ সরকারের ওপর সামরিক হামলা চালানোর আহ্বান জানিয়ে ৫১ জন কূটনীতিক অভ্যন্তরীণ একটি দলিলে সই করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার হোয়াইট হাউজ মুখপাত্র জোশ আর্নেষ্ট এক বিবৃতিতে জানান, সিরিয়ায় সামরিক অভিযান চালানোর কথা ভাবছে না যুক্তরাষ্ট্র।
এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওই কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ