জাকারিয়া হারুন: ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের থাকা না থাকা নিয়ে এক বিতর্ক চলাকালে ইফতারের সময় হয়ে গেলে বিতর্কমঞ্চেই ইফতার করেছেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান।
ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে গণভোটের আয়োজন করতে যাচ্ছে ব্রিটেন। এনিয়ে ব্রিটেন এখন অনেকটাই বিভক্ত। গতকাল বুধবার এ ইস্যুকে সামনে রেখে ইতিহাসের বৃহত্তম টিভি বিতর্কে মুখোমুখি হয়েছিলেন দুই পক্ষের প্রথম সারির নেতারা। তখন ইফতারের সময় হয়ে গেলে সাদিক খান মঞ্চে বসেই ইফতার সেরে নেন।
ব্রিটেনের স্থানীয় সময় হিসাবে দেশটিতে মুসলমানদের প্রায় ১৯ ঘণ্টা রোজা রাখতে হয়।
এই গণভোটকে সংক্ষেপে বলা হচ্ছে ‘ব্রেক্সিট’। যারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চান,তাদের বলা হচ্ছে ‘লিভ’ পক্ষ। আর যারা জোটে থাকার পক্ষে, তাদের বলা হচ্ছে ‘রিমেইন’ পক্ষ।
সাদিক খান ‘রিমেইন’ পক্ষের একজন নেতা।
সূত্র: দ্যা ইনডিপেন্ডেট
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ