দিদার শফিক : শাইখুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম বলেন, রোজা আমাদের আত্মসংযমী হয়ে মানবিক গুণে বিকশিত হতে উৎসাহিত করে। যাবতীয় পাপ কাজ থেকে বিরত থেকে সমাজে, রাষ্ট্রে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার সবক দেয়। মানব সেবায় নিজেকে নিয়োজিত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে রমজানের রোজায়। রমজানে সদকাতুল ফিতর প্রদান, রোজাদারকে ইফতার করানোর উৎসাহ প্রদানমূলক হাদিস থেকে একজন রোজাদার মানবতার শিক্ষা পায়।
শনিবার রাজধানীর ইসলামবাগ মাদ্রাসা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চকবাজার থানার উদ্যোগে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চকবাজার থানা সভাপতি মুফতি বশিরুল হাসান, জমিয়তের চকবাজার থানার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা ওমর আলী, মুফতি আব্দুল গনি, মাওলানা আবুল বাসার, মাওলানা বেলায়েত হোসাইন, মুফতি হাবিবুর রহমান, মাওলানা আব্দুল আহাদসহ চকবাজার থানার নেতৃবৃন্দ।