স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, আল্লাহ পাক রমজান মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করে এ মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে বাড়িয়ে দিয়েছেন, নবীর উপর কুরআন অবতীর্ণ করে অন্যান্য নবী থেকে তার শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সুতরাং যারা কুরআনের বিধান প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত থাকবে তারা অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস লালবাগ থানার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জালালুদ্দীন বলেন, প্রতি বছর রমজান এসে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে কুরআনের সমাজ ছাড়া মানুষের হতাশা দূর ও শান্তির আশা করা যায় না। কুরআনোর সমাজ প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় থানা সভাপতি মাওলানা ইমামুদ্দীনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা ফারহান বিল্লাহ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি হফেজ শহীদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান হোসাইন, থানা সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ প্রমূখ।