শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’

ঝিনাইদহে নকল আজিজ বিড়ি তৈরির মালামাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jhenaidah Photo1খালিদ হাসান, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার নকল আজিজ বিড়ি তৈরির কাগজ, তামাক ও মালামাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় দুজনকে আটক করে জেলা ও জরিমানা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মানোয়ার হোসেন মোল্লার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এগুলো জব্দ করে পুড়িয়ে ফেলে এবং ২জনকে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার দেবরাজপুর গ্রামের শাহাজান আলীর ছেলে আসলাম (২০)কে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরো ২ মাসের কারাদন্ড এবং একই গ্রামের নুরনবীর ছেলে আকিদুল (২৫) কে ২ মাসের করাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান।

১৯৬ নং আজিজ বিড়ি কোম্পানীর ব্যবস্থাপক (লিগাল) কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের দেবরাজপুর গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় প্রায় ৬০ কোটি পিস নকল আজিজ বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয় এবং ২জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যামান আদালতের বিচারক মানোয়ার হোসেন মোল্লা ২ জনকে কারাদন্ড ও অর্থ জরিমান এবং জব্দকৃত মালামাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোর আরএসএম আনোয়ারুল ইসলাম, মাহবুব হোসেন, সালাউদ্দিন মিয়া প্রমুখ। তিনি আরো জানান, এর আগেও এই গ্রাম থেকে প্রায় ২০ কোটি টাকার নকল আজিজ বিড়ি উদ্ধার করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ