আন্তর্জাতিক ডেস্ক : নতুন এক জনমত জরিপে দেখা যাচ্ছে, আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন জনসমর্থনে বিরোধী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো এগিয়ে গেছেন।
জরিপটি বলছে, ভোটারদের শতকরা ৫৪ ভাগ মনে করেন নির্বাচনে হিলারি ক্লিনটন বিজয়ী হবেন। অপরদিকে শতকরা ৪০ ভাগ ভোটার মনে করেন ট্রাম্প জিতবেন।
রেজিস্ট্রার্ড ভোটারদের মধ্যে শতকরা ৪৯ ভাগ হিলারিকে সর্মথন করছেন বিপরীতে ট্রাম্পের সমর্থক শতকরা ৪২ ভাগ ভোটার। মার্কিন কোটিপতি ব্যবসায়ীদের মধ্যে এখন হিলারিকে সমর্থন করছেন শতকরা ৫৮ ভাগ অন্যদিকে ট্রাম্পের সমর্থক শতকরা ৩৩ ভাগ।
জরিপটির দেয়া তথ্য অনুযায়ী শুধু সাদা ভোটারদের মধ্যে এখনও ট্রাম্প এগিয়ে আছেন। জরিপে দেখা গেছে, এ মুহুর্তে হিলারিকে সমর্থন দিচ্ছেন শতকরা ৪১ ভাগ শ্বেতাঙ্গ ভোটার আর ট্রাম্পের পক্ষে রয়েছেন শতকরা ৫০ ভাগ শ্বেতাঙ্গ ভোটার।
সার্ভে মাঙ্কির পরিচালিত এ জরিপটির ফলাফল গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়।
সূত্র : রেডিও তেহরান
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ