শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

মসজিদে নববিকে আলোকিত করা প্রথম বাল্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masjid_ourislam24জাকারিয়া হারুন : কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি বৈদ্যুতিক বাল্বের ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যা সম্পর্কে বলা হচ্ছে, এ বাল্ব ১৩২৫ হিজরির। অর্থাৎ আজ থেকে ১১২ বছর পূর্বে মসজিদে নববির সর্ব প্রথম বৈদ্যুতিক বাল্ব। যা ওই সময়ের  প্রচলিত নিভু ‍নিভু চেরাগ নিভিয়ে, রাসূল সা. এর রওজা শরিফকে বিজলির আলোয় আলোকিত করেছিলো।

আল আরাবিয়া ডটনেট বলেছে, মসজিদে নববির প্রথম বাল্বে যে বছরের তারিখ দেওয়া ছিলো, আরব উপদ্বীপে ওই বছরই বৈদ্যুতিক বাল্ব পরিচিত হয়। অর্থাৎ আরব উপদ্বীপে আজ থেকে ১১২ বছর পূর্বে বৈদ্যুতিক বাল্ব পরিচিত হয়েছিলো।

মদিনা মুনাওয়ারা’র গভর্নরের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, উসমানি খলিফা সুলতান আবদুল হামিদের শাসনামলে ১২৬৫ থেকে ১২৭৭ হিজরি পর্যন্ত মসজিদে নববির সম্প্রসারণ অব্যাহত ছিলো। এ সময় মসজিদে নববিতে জ্বালানি তেলের মাধ্যমে ৬০০ দেশি বাতি জ্বলত। সুলতান আবদুল হামিদের সময়েই  প্রথম বৈদ্যুতিক বাল্ব ২৫ শাবান ১৩২৬ হিজরিতে মসজিদে নববিকে আলোকিত করে। শাহ আবদুল আজিজ আল সউদের সময় ১৩৭০ হিজরি থেকে ১৩৭৫ হিজরি পর্যন্ত মসজিদে নববির অতিরিক্ত  সম্প্রসারণ করা হয়। ওই সময় মসজিদে নববিতে সর্বসাকূল্যে ২৪২৭ টি বৈদ্যুতিক বাল্ব ছিলো।

সুলতান আবদুল হামিদের সময়েই  প্রথম বৈদ্যুতিক বাল্ব ২৫ শাবান ১৩২৬ হিজরিতে মসজিদে নববিকে আলোকিত করে। শাহ আবদুল আজিজ আল সউদের সময় ১৩৭০ হিজরি থেকে ১৩৭৫ হিজরি পর্যন্ত মসজিদে নববির অতিরিক্ত  সম্প্রসারণ করা হয়।

মসজিদে নববির ইতিহাস লেখক মুহাম্মাদ সাইয়্যেদ ওকিল বলেন, শুরুতে মসজিদে নববিকে আলোকিত রাখার জন্য খেজুর পাতা জ্বালানো হত। ৯ম হিজরিতে তামিম দারি রা. ফিলিস্তিন থেকে মদিনা মুনাওয়ারাহ আসেন এবং জ্বালানি তেলের কূপি দিয়ে মসজিদকে আলোকিত করেন। হজরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত আছে, মসজিদে নববিকে প্রথম চেরাগ দিয়ে আলোকিত করেন হজরত তামিম দারি রা.।

 কতক ঐতিহাসিক বলেন, হজরত উমর ইবনে খাত্তাব রা. মসজিদে নববিতে চেরাগ জ্বালানোর সূচনা করেছিলেন, ওই সময় যখন তিনি এক ইমামের পেছনে তারাবি’র নামাজের ব্যবস্থা করেন। সম্ভবত এই হতে পারে, হজরত উমর রা. মসজিদে নববিতে চেরাগের সংখ্যা বৃদ্ধি করেছেন।

সূত্র : আল আরাবিয়া ডটনেট

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ