শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

শিশুশ্রম নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alamin3আওয়ার ইসলাম ডেস্ক: শিশুশ্রম নিয়ন্ত্রণে দেশিয় ও আন্তর্জাতিক আইন থাকলেও তার প্রয়োগ খুবই ক্ষীণ। অনেক মালিকই শিশুদের দ্বারা কাজ নিতে আগ্রহী। কারণ, অত্যন্ত কম বেতনে শিশু শ্রমিকদের নিয়োগ দেয়া যায়। ইচ্ছেমত তাদেরকে কাজে খাটানো যায়। ফলে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। শিশুশ্রম নামক জুলুমের প্রধান কারণ মুনাফাখোরী পুঁজিপতিদের অধিক লাভের উন্মাদ আগ্রহ। পুঁজিবাদের সূচনালগ্ন থেকে এই উন্মাদনা বেড়েই চলছে। তাই আমরা মনে করি মুনাফাখোরী পুঁজিবাদের উৎখাত ছাড়া শিশুশ্রম নিরসন সম্ভব নয় বলে জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীন, সহ-সভাপতি জি.এম রুহুল আমীন ও সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।

কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক আ হ ম আলাউদ্দীন সাক্ষরিত বিবৃতিতে নেতারা আরও বলেন, আমাদের দেশের ৫ থেকে ৭ বছর বয়সী ৩.১৮ মিলিয়ন শিশু শিশুশ্রমে নিয়োজিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০০৩ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে ৫ থেকে ১৭ বছর বয়সী শিশু শ্রমিকের সংখ্যা ৩২ লাখ। এর মধ্যে ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শিশু শ্রমিকরা বিভিন্ন আনুষ্ঠানিক খাত যেমন- ট্যানারি, শিল্প-কলকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, জাহাজ ভাঙ্গা, পরিবহন খাত এবং অনানুষ্ঠানিক খাত যেমন- কৃষি, পশুপালন, গৃহকর্ম, নির্মাণকর্ম, ইট ভাঙ্গা, লোহাকাটার কাজসহ প্রভৃতি ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, ইসলাম শিশুদের অধিকার নিশ্চিত করার কথা বলেছে। রাসূল সা. বলেন, “যে ব্যক্তি ছোটদের ওপর দয়া করে না, সে আমাদের মধ্যে নয়।” শিশুরা শুধু বাহিরে নয় তারা ঘরেও নিরাপদ নয়। ঘরের ছোটদের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়। আজ “শিশুশ্রম প্রতিরোধ দিবসে” শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়তে সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ