শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

রমজানে নিরীহ মানুষকে হয়রানি করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fajle-bari masudঢাকা : সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানে দেশব্যাপী অনেক সাধারণ মানুষ ও গ্রেফতার এবং হয়রানীর শিকার হচ্ছে। এতে নিরীহ ও সাধারণ মানুষের মাঝে এক ধরণের ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন ও উদ্ভূত পরিস্থিতি নিরসনে সাধারণ ও নিরীহ মানুষকে গ্রেফতার ও হয়রানি বন্ধের জোর দাবি জানান।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর সভাপতিত্বে বর্তমান পরিস্থিতি ও রমজানের পবিত্রতা রক্ষার্থে করণীয় বিষয়ে নগর কার্যালয়ে আজ বিকেলে মহানগর উত্তর ও থানা প্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী মুহাম্মদ মোশাররফ হোসেন, জয়েন্ট সেক্রেটারী মুহা. আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, পবিত্র রমজান মাস ইবাদত ও সৌহার্দ্য-সম্প্রীতির মাস। অথচ বর্তমান পরিস্থিতিতে মানুষ এক ধরণের উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে। দেশব্যাপী চলছে হত্যাকান্ড ও অরাজকতা। এ হত্যাকান্ডের শিকার হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ নানা পেশার মানুষ। কিন্তু এ পর্যন্ত কোন হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার হয়নি। অপরাধের বিচার না হলে অপরাধীরা আরো উৎসাহিত হয়। সুতরাং সাঁড়াশি অভিযানের নামে নিরীহ মানুষ হয়রানী ও গ্রেফতারকে কেন্দ্র করে জনমনে যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে তা দূর করতে হবে এবং সকল হত্যাকান্ড বন্ধে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ