আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে পুরুষ সমকামীদের একটি নাইটক্লাবে এক বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্তত ত্রিশজন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
ভয়াবহ এ হামলায় ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় ঘটনা।
শনিবার রাত ২টায় এ হামলার ঘটনা ঘটে। ক্লাবটিতে উপস্থিত ছিলেন ৩২০ জন নাগরিক। ঘটনার প্রায় তিন ঘন্টা পর পালস ক্লাব নামের ওই নাইট ক্লাবটির ভেতরে ঢুকে আক্রমণকারীকে হত্যা করে পুলিশ । নিহত হবার আগে পুলিশের সাথে তার গুলিবিনিময় হয়। বন্দুকধারী লোকটির হাতে এ্যাসল্ট রাইফেল এবং হ্যান্ডগান ছিল।
পুলিশ জানিয়েছেন, হামলাকারীর নাম ওমর মতিন (২৯)।
স্থানীয় পুলিশ জানায়, নিহত ওমর ফ্লোরিডার এসটি লুইস কাউন্টিতে বাস করতেন। ওমরের মা আফগান নাগরিক ছিলেন বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।
ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে ব্রিফ করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর আগে ২০০৭ সালে ভার্জেনিয়ায় বন্দুকধারীদের হামলায় ৩২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ