শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

হেরার আলোয় উদ্ভাসিত মুমিনের অন্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran copyমাওলানা মুহাম্মদ আরাফাত, অতিথি লেখক : কুরআনুল কারীম। ঐশী গ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধে এক মুজেজাপূর্ণ কিতাব। লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব।

হেরা গুহায় সূচনা এ কুরআন। ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা।  হেরার জ্যোতি। কুরআন মানব জাতির মুক্তির সনদ। মানুষের পথ নির্দেশিকা। মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। কুরআন জন্ম ও মৃত্যুর মাঝে পথচলার সমাধান। কুরআন হিংসা বিদ্বেষ মিটিয়ে গায় ঐক্যের জয়গান। কুরআনের ছোঁয়ায় আলোকিত রমজান। মহিমান্বিত লাইলাতুল কদর।

কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈম্ন সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্ননিবেদিত হয়। সুরা আনফাল : ২

রোজায় কুরআনের সুর বাঁজে মুমিনের ঘরে ঘরে। হেরার আলোয় আলোকিত হয় তারাবির পাঁচ লাখ মসজিদ। হেরার বীণে বাজনা বাঁজে দশ লাখ কুরআনের ফুল পাখিদের কন্ঠে ।  হাফেজদের মধুর সুরে। শ্রোতাদের আবেগ আর আগ্রহে সৃষ্টি হয়  মুগ্ধকর পরিবেশ। সৃষ্টি হয় এক আবেগঘন মুহূর্তের। যেন মালিকের দুয়ারে ভিখারির ধর্ণা। ক্ষমার আকুতি।

সাহাবি হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমজানে কিয়াম করবে অর্থাৎ তারাবি আদায় করবে তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারি ২০০৯, মুসলিম ৭৫৯

রমজানুল মুবারকে কুরআনের তেলাওয়াত শুন,। কুরআনের তেলাওয়াত করে, হেরার আলোয় আলোকিত হোক ব্যক্তি, সমাজ, রাষ্ট্র। উদ্ভাসিত হোক মুমিনের অন্তর।

লেখক : শিক্ষাসচিব, জামিয়াতুস সালাম ঢাকা মাদিনাবাগ মাদ্রাসা।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ