আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার নিন্দা জানিয়েছে আল-কায়দা ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা। আজ শনিবার তথ্যটি জানিয়েছে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
সাইটের খবরে উল্লেখ করা হয় একিউআইএসের কথিত বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, ইসলামে এটি গর্হিত কাজ। এ ধরণের হত্যাকাণ্ড ইসলামে সমর্থিত নয়।
পুলিশ কর্মকর্তা বাবুলের জঙ্গিবিরোধী ভূমিকার জন্যই তার স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে এমন ধারণার ওপর ভিত্তিতেই এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ।
গত রোববার ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নিহত হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ