আওয়ার ইসলাম ডেস্ক : বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীর জানাজায় শরীক হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখা যায়নি কোথাও।
কেনটাকির লুইসভিলেতে জানাজায় শরীক হয়ে তিনি কিংবদন্তি মুহাম্মদ আলীকে ‘মুক্তিযোদ্ধা’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, মুহাম্মদ আলি ২২ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তারপর থেকেই একজন মুক্তিযোদ্ধায় পরিণত হন।’
তিনি বলেন, মুসলিম ভাই হিসেবে আমি মনে করি তুর্কি জাতির পক্ষ থেকে তার জানাজায় উপস্থিত হওয়া আমার কতর্ব্য।