শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


লেখকপত্রের ২৩তম সংখ্যা বাজারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের জানুয়ারি-মার্চ ২০২৫ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২৩টি সংখ্যা প্রকাশিত হলো।

চলতি সংখ্যায় আত্মজৈবনিক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে অভিধানশাস্ত্রের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফজলুর রহমানের। বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে প্রবীণ আলেম লেখক আল্লামা ফুরকানুল্লাহ খলীলের। স্থান পেয়েছে বাংলা সাহিত্যের ব্যাপক সমাদৃত কবি আল মাহমুদের লেখক হয়ে ওঠার গল্প। গণমাধ্যমে আলেমদের অবস্থান নিয়ে বিশ্লেষণ করেছেন সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ। সম্প্রতি চলে যাওয়া প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজকে নিয়ে লিখেছেন আরিফুল হাসান। প্রকাশকের সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছেন অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম। উলামায়ে দেওবন্দ রচিত তাফসির গ্রন্থাবলির খবর জানিয়েছেন মুনীরুল ইসলাম।

 লেখক হয়ে ওঠার গল্প বলেছেন কবি ও কথাসাহিত্যিক নাসির হেলাল। প্রথম বই প্রকাশের গল্প লিখেছেন হাসান ওয়াহিদ। তারুণ্য ভাবনায় মুখোমুখি হয়েছেন মহিউদ্দীন ফারুকী। বুক রিভিউ লেখার নিয়ম লিখেছেন তানিম ইশতিয়াক। তারুণ্য বিভাগে ‘কেমন বইমেলা চাই’ শিরোনামে অভিমত জানিয়েছেন ১০ জন। আর-রাহিকুল মাখতুমকে সর্বশ্রেষ্ঠ সিরাতগ্রন্থ দাবি কতটা যৌক্তিক- সেটা নিয়ে লিখেছেন শামসুদ্দীন সাদী। এছাড়া ছড়া-কবিতাসহ নিয়মিত বিভাগগুলো তো রয়েছেই।

২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত।

লেখকপত্র সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের বই মাকের্টের হাবিবিয়া বুক ডিপো থেকে। এছাড়া বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরী, চৌধুরীপাড়ায় আওয়ার ইসলামের কার্যালয় এবং যাত্রাবাড়ীর মোল্লার বই ডটকমেও পাওয়া যাবে। কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে।

সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন নাম্বারে ০১৯১৮৭০৬০৩৫ 

আরএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ